
বগুড়া সংবাদ :বগুড়ায় বিএনপি নেতা মো. মাহাবুবুর রহমান নামের এক ব্যক্তিকে গুলি করে আহত করার অভিযোগে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান (মজনু) ও সম্পাদক রাগেবুল আহসান রিপুসহ ১৮৪ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলা অজ্ঞাত আসামী করা হয়েছে আরও ৩০০ জনকে।
গত কাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) বগুড়ার শাজাহানপুর আমলী আদালতে এই মামলা করা হয়। আদালত মামলার আবেদন গ্রহণ করে এফআইআর হিসেবে গ্রহণের জন্য শাহাজানপুর থানার ওসিকে নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মামলার আসামীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, জেলা আওয়ামী লীগ নেতা টি জামান নিকেতা, রফি নেওয়াজ খান রবিন, একেএম আসাদুর রহমান দুলু, ওবায়দুল হাসান ববি, মাসুদুর রহমান মিলন, সুলতান মাহমুদ খান রনি, শুভাশীষ পোদ্দার লিটন, জেলা আওয়ামী লীগ ছাড়াও, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের আসামি করা হয়।
বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মামলার বাদি মাহাবুবুর রহমান জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ড্যামি নির্বাচনের বিরুদ্ধে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শাকপালা এলাকায় ২০২৩ সালের ৫ নভেম্বর কর্মসূচি পালন করছিলেন।