কাহালু উপজেলাকে মাদক মুক্ত করতে নিরালস ভাবে কাজ করছে ওসি সেলিম রেজা

বগুড়া সংবাদ : বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায় কাহালু উপজেলাকে মাদক মুক্ত করতে ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরালস ভাবে কাজ করে যাচ্ছে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা। এছাড়াও কাহালু উপজেলাকে মাদক ও জুয়া মুক্ত করতে ওসি মো. সেলিম রেজা এর দিক-নির্দেশনায় কাহালু পৌরসভা সহ উপজেলার ৯টি ইউনিয়নে থানা পুলিশ প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছেন এবং মাদক ব্যবসায়ী ও মাদক সেবীকে গ্রেফতার অব্যাহত রেখেছেন। এ ব্যাপারে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা এর সাথে কথা বলা হলে তিনি বলেন, আইজি স্যারের নির্দেশ বাংলাদেশকে মাদক মুক্ত করতে হবে। যেহেতু আমি কাহালু থানার দায়িত্ব রয়েছে সেই ক্ষেত্রে কাহালু উপজেলাকে মাদক মুক্ত করার জন্য আমি সহ থানার পুলিশ মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। তিনি আরও বলেন, কাহালু বাসী আমাকে সার্বিক ভাবে সহযোগীতা করলে আমি কাহালু উপজেলাকে মাদক ও জুয়া মুক্ত করবো ইনশা আল্লাহ।

Check Also

১৫ বছর পর সেনাকুঞ্জে খালেদা জিয়া

বগুড়া সংবাদ : সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *