
বগুড়া সংবাদ:বগুড়ার শাজাহানপুরে ডেমাজানী শহীদ মোখলেছুর রহমান (শ.ম.র) উচ্চ বিদ্যালয়ের ৮০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে এই ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কৃষদ দল কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
অনুষ্ঠানে উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ্ বিন আইয়ুব ছোটনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হাসানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ ফারুক হাসান, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠার সন্তান আলহাজ¦ মাজেদুর রহমান তাজু, আমরুল ইউপি’র সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, বিএনপি নেতা তমেজ উদ্দিন, বিদ্যালয়ের সাবেক সভাপতি আইয়ুব হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান।