
বগুড়া সংবাদ : মাধ্যমিক ও সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব কৃষ্ণপুর অন্তাহার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, জামগ্রাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মো. এশরাম হোসেন মন্ডল।
উক্ত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, কাহালু উপজেলা একাডেমিক সুপার ভাইজার রিফাত আখতার খানম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, জামগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রহিম শাহীন, বীরমুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষ্ণপুর অন্তাহার নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মাসুদ সোনার, জামগ্রাম ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও কৃষ্ণপুর অন্তাহার নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সদস্য শফিকুল ইসলাম সহ কৃষ্ণপুর অন্তাহার নি¤œ মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা. অভিভাবক, ছাত্র/ছাত্রীবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।