
বগুড়া সংবাদ : জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতা বগুড়া
অঞ্চলের ফাইনাল অনুষ্ঠিত
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দুইদিনব্যাপী অনুর্ধ্ব-২৩ জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতার ফাইনাল বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ভলিবল মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনালে বগুড়াকে ৩-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পঞ্চগড় জেলা। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি এম ইমরুল কায়েস। সভাপতিত্ব করেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহসভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদী, সহসভাপতি মাসুদুল আলম মাসুদ, সাধারন সম্পাদক বিমল ঘোষ ভুলু, কোষাধ্যক্ষ ইমরান হায়দার কাঞ্চন, আয়োজক কমিটির সম্পাদক সোহেল রানা লিংকন, সদস্য আমিরুল হোসেন আপন, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল ও মোস্তফা মোঘল।