সর্বশেষ সংবাদ ::

জাতীয় যুব কাবাডির রানার্সআপ বগুড়া জেলা দলকে পুলিশ সুপারের সংবর্ধনা

বগুড়া সংবাদ : তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত জাতীয় অনুর্ধ্ব-১৮ যুব কাবাডি প্রতিযোগিতায় রানার্সআপ বগুড়া জেলা বালক দলকে সংবর্ধনা দিয়েছেন পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম। এ উপলক্ষ্যে বুধবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ সুপার ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা মোঘল ও হাসান মোল্লা, কোচ ফারুক হোসেন, রোমানসহ জেলা যুব কাবাডি বালক ও বালিকা দলের সদস্যরা। পুলিশ সুপার উদীয়মান কাবাডি খেলোয়াড়দের ধন্যবাদ জানান এবং কাবাডির উন্নয়নে সবসময় পাশে থাকার প্রতিশ্রতি দেন।

Check Also

রাণীনগরের কালীগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন জামায়াতের আয়োজনে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *