সর্বশেষ সংবাদ ::

জাতীয় যুব কাবাডির রানার্সআপ বগুড়া জেলা দলকে পুলিশ সুপারের সংবর্ধনা

বগুড়া সংবাদ : তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত জাতীয় অনুর্ধ্ব-১৮ যুব কাবাডি প্রতিযোগিতায় রানার্সআপ বগুড়া জেলা বালক দলকে সংবর্ধনা দিয়েছেন পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম। এ উপলক্ষ্যে বুধবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ সুপার ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা মোঘল ও হাসান মোল্লা, কোচ ফারুক হোসেন, রোমানসহ জেলা যুব কাবাডি বালক ও বালিকা দলের সদস্যরা। পুলিশ সুপার উদীয়মান কাবাডি খেলোয়াড়দের ধন্যবাদ জানান এবং কাবাডির উন্নয়নে সবসময় পাশে থাকার প্রতিশ্রতি দেন।

Check Also

আদমদীঘি দলিল লেখকদের সাথে এমপি প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনার অংশ মোতাবেক বগুড়া-৩ আসনের বিএনপির মনোনীত এমপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *