সর্বশেষ সংবাদ ::

ধুনটে বিএনপির সাবেক এমপির গাড়ি ভাংচুরের মামলায় ৩ জন গ্রেপ্তার

বগুড়া সংবাদ:বগুড়ার ধুনটে বিএনপির সাবেক এমপির গাড়ি ভাংচুরের মামলায় আওয়ামীলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- গোসাইবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী লিটন (৪৫), চৌকিবাড়ী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে যুবলীগ নেতা বর্তমান ইউপি সদস্য হুমায়ুন কবির সুজন (৩৮) ও সদর ইউনিয়নের পাকুড়িহাটা গ্রামের সোলায়মান আলীর ছেলে আওয়ামীলীগ নেতা আবুল কাশেম (২১)।

এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ধুনট থানার এসআই মঞ্জুর মোর্শেদ জানান, ২০১৮ সালে বিএনপির সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের গাড়ি বহরে হামলা ও ভাংচুরের ঘটনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ২০২৫ সালের নভেম্বর মাসে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের ৪৭ জনের বিরুদ্ধে এবং অজ্ঞাত আরো ২০০ জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে অজ্ঞাতনামা সন্দেহভাজন আসামী হিসাবে লিয়াকত আলী লিটন, সুজন মেম্বার ও আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, গ্রেপ্তারকৃত আসামীদেরকে মঙ্গলবার ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

Check Also

দেশের সকল গণতান্ত্রিক অন্দোলনে বিএনপি সক্রিয় ভূমিকা পালন করে আসছে -সাবেক এম পি মোশারফ হোসেন

বগুড়া সংবাদ : কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *