সর্বশেষ সংবাদ ::

তিন দফা দাবীতে দুপচাঁচিয়ায় ক্লাস বর্জন করে মাদ্রাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় তালোড়া শাহ এয়তেবাড়িয়া কামিল(মাষ্টার্স) মাদ্রাসার শিক্ষার্থীরা তিন দফা বাস্তবায়নের দাবীতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন, সচেতন অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দের ব্যানারে গত ১৬ফেব্রæয়ারি রোববার সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত তালোড়া-দুপচাঁচিয়া রাস্তার গয়াবান্ধা নামক স্থানে মাদ্রাসার গেটের সামনে এ বিক্ষোভ সমাবেশ করে তারা। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা দুর্নীতিবাজ অধ্যক্ষ জিএম মোস্তাফিজুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার সহ বিভিন্ন ¯েøাগান দেয়। এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকাগণকে মাদ্রাসার গেটের বাহিরে অবস্থান করতে দেখা যায়।
মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র সাজু হাসান ও দশম শ্রেণির ছাত্রী আলফি শাহরিন স্বেতা জানান, তারা তিনদফা দাবী বাস্তবায়নের জন্য ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ করছে। দাবীগুলো হলো অধ্যক্ষকে স্থায়ীভাবে বহিষ্কার, দ্রæত মাদ্রাসার এডহক কমিটি গঠন ও অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন। এসব দাবী পূরণনা হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
মাদ্রাসার সাবেক ছাত্র তৌহিদুল ইসলাম বলেন, দুর্নীতিবাজ অধ্যক্ষ জিএম মোস্তাফিজুর রহমানকে তার অপকর্মের জন্য তৎকালীন মাদ্রাসার সভাপতি সাময়িক বহিষ্কার করেছিলেন। কিন্তু মাদ্রাসার উপাধ্যক্ষের টালবাহানার জন্য ওই অধ্যক্ষ আবার মাদ্রাসায় ফেরার সুযোগ পাচ্ছেন। যা মাদ্রাসার শিক্ষার্থী, সচেতন অভিভাবক ও এলাকাবাসী কেউ মেনে নিবে না।
মাদ্রাসার উপাধ্যক্ষ মোশাররফ হোসাইন জানান, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে অধ্যক্ষ জিএম মোস্তাফিজুর রহমানকে গত বছরের ডিসেম্বর মাসে মাদ্রাসার তৎকালীন সভাপতি ও বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক(উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোঃ আব্দুল করিম প্রথমে তাঁকে কারণ দর্শানো নোটিশ প্রদান করেন এবং পরে তাঁকে সাময়িক বহিষ্কার করে আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত করেন। ওই মাসেই মাদ্রাসার এডহক কমিটি গঠনের জন্য ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ে আবেদন করা হয়। কিস্তু এরই মধ্যে অধ্যক্ষ জিএম মোস্তাফিজুর রহমান তার সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য মহামান্য হাইকোর্টে রিট পিটিশন করলে মহামান্য হাইকোর্ট তাঁর সাময়িক বহিষ্কারাদেশ স্থগিত করেন। এতে করে মাদ্রাসার এডহক কমিটি গঠন করা সম্ভব হয়নি। এরূপ পরিস্থিতিতে জিএম মোস্তাফিজুর রহমান অধ্যক্ষ হিসাবে মাদ্রাসায় ফিরতে পারেন এই সংবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেছে

Check Also

আদমদীঘিতে নাশকতা মামলায় ওয়ার্ড যুবলীগের নেতা গ্রেপ্তার

বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় ওয়ার্ড যুবলীগের নেতা আমিরুল ইসলাম ভোলা (৪২) গ্রেপ্তার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *