
বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে কল্পনা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু নিয়ে গুঞ্জন উঠেছে। ঘটনাটি ঘটেছে আজ রোববার (১৬ ফেব্রæয়ারী) উপজেলার চোপীনগর ইউনিয়নের শাহনগর ডাক্তারপাড়া গ্রামে। নিহত গৃহবধূ কল্পনা বেগম ওই গ্রামের কৃষক দুদু মিয়ার স্ত্রী। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
নিহত কল্পনা বেগমের বড় মেয়ে সুমি খাতুন (২২) জানিয়েছেন, তার মা ডায়াবেটিকে আক্রান্ত ছিল। গত ৭ দিন যাবত কল্পনা জ্বরে ভূগছিলেন। জ্বরের মাত্রা বেড়ে গেলে আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে কল্পনা বেগম কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে তিনি মারা যান।
স্থানীয় অনেকে জানান, ১০ বছর আগে কল্পনা বেগমের স্বামী ২য় বিয়ে করেন। সেপক্ষেও ২ সন্তান রয়েছে। ২য় বিয়ের পর থেকেই ১ম স্ত্রী কল্পনা বেগমের উপর তার স্বামী নির্যাতন করতেন। কয়েকদিন আগেও তার উপর নির্যাতন করা হয়েছে। আজ মৃত্যুর পর থেকেই এলাকায় গুঞ্জন উঠেছে স্বামীর নির্যাতনেই কল্পনা বেগমের মৃত্যু হয়েছে।
অপরদিকে মৃত্যু নিয়ে গুঞ্জনের খবর পেয়ে আজ বিকাল সাড়ে ৫টার দিকে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম জানিয়েছেন, নারী পুলিশের সহযোগিতায় কল্পনা বেগমের মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এ সময় কল্পনা বেগমের নির্যাতনের কোন চিহ্ন দেখতে পায়নি নারী পুলিশ সদস্যরা। এমতাবস্থায় ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।
শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, গৃহবধূ কল্পনা বেগমের মৃত্যু নিয়ে গুঞ্জন শুরু হলে তার মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। ওই রিপোর্টে নির্যাতনের কোন আলামত না পাওয়ায় এবং নিহতের স্বজনদের কোন আপত্তি না থাকায় মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।