
বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলায় ফাযিল মাদ্রাসা পরিদর্শন করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। তিনি মাদ্রাসার বিভিন্ন শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে কক্ষগুলো পরিদর্শন করেন। পরে মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন। তিনি বক্তব্যে বলেছেন শিক্ষার্থীদের ভালো ব্যবহার শেখানোর পাশাপাশি সুশিক্ষা প্রদান করতে হবে। তারা যেন ভবিষ্যতে দেশের সুনাগরিক হতে পারে। এদিকে শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন শিক্ষকদেরকে মাদ্রাসায় যথাসময়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ভালো অন্যান্য বিষয়ে গাইড লাইন দিতে হবে। এ সময় তাঁর সাথে ছিলেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ, আজাদ হোসেন,ফয়সাল আহমাদ,শাহ জালাল, সোনাতলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আতাউর রহমান আনসারী,উপাধ্যক্ষ মাওলানা মোঃ শাহ জালাল,অন্যান্য শিক্ষক-কর্মচারী,সোনাতলা সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলাল আকন্দ,সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু,বর্তমান সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম-সহ অনেকে। পরে জেলা প্রশাসক উদ্যোক্তা নারীদের মধ্যে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন।