পথের দিশা ভাসমান স্কুলের উদ্যোগে বস্তির শিশু-শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

বগুড়া সংবাদ : পথের দিশা ভাসমান স্কুলের উদ্যোগে এবং ইয়ুথ হাব ফাউন্ডেশনের সহযোগিতায় মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের রেল স্টেশন বস্তির (হাড্ডিপট্রি) শিশু-শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগসহ শিক্ষা সামগ্রী বিতরণ হয়। এ উপলক্ষ্যে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক মহররম আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক করতোয়ার উপদেষ্টা সম্পাদক ওয়াসিকুর রহমান বেচান। বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক বগুড়া’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারন সম্পাদক এস এম আবু সাঈদ। আমন্ত্রিত অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ ও কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান। অনুষ্ঠানে রেল স্টেশন সংলগ্ন হাড্ডিপট্রি বস্তির অর্ধশত শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। শিক্ষাসামগ্রীর মধ্যে ছিল স্কুলব্যাগ, স্কেল, পেন্সিল, পেন্সিল কাটার, কলম, রাবার, জ্যামিতি বক্স (বড়দের) ও পানির পট। অনুষ্ঠান সঞ্চালনা করেন পথের দিশা ভাসমান স্কুলের পরিচালক, সাংবাদিক মোস্তফা মোঘল। বক্তারা সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পথের দিশার কার্যক্রমের প্রশংসা করেন। সেই সাথে এসব সুবিধা বঞ্চিত শিশুদের কল্যানে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Check Also

ধুনটে যমুনা নদীতে ইলিশ সংরক্ষণ অভিযান

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *