সর্বশেষ সংবাদ ::

ধুনটে প্রবাসীর স্ত্রীর চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বগুড়া সংবাদ :বগুড়ার ধুনটে এক প্রবাসীর স্ত্রীর দায়েরকৃত চাঁদাবাজি মামলায় আল-আমিন সরকার (২৭) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার (১০ ফেব্রæয়ারী) তাকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে রবিবার রাতে উপজেলার সোনাহাটা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ধুনট থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

গ্রেপ্তারকৃত আল-আমিন নিমগাছী ইউনিয়নের উত্তর নান্দিয়ারপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে এবং তিনি নিমগাছী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ছিলেন বলে দলীয়সূত্রে জানাগেছে।

মামলাসূত্রে জানাগেছে, গত ২৯ জানুয়ারি নিমগাছী ইউনিয়নের সোনাহাটা বাজারের দুবাই প্রবাসী রফিকুল ইসলামের বাড়িতে গিয়ে তার অষ্টম শ্রেণী পড়–য়া মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে ছাত্রদল নেতা আল আমিন ও তার সহযোগিতা। কিন্তু চাঁদা না দেওয়ায় ওই প্রবাসীর স্ত্রী আয়েশা খাতুন ও তার মেয়েকে মারধর করে এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করে।

এঘটনায় রবিবার (৯ ফেব্রæয়ারী) প্রবাসীর স্ত্রী আয়েশা খাতুন বাদী হয়ে উত্তর নান্দিয়ারপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে ছাত্রদল নেতা আল আমিন সহ তিন জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন এবং সেনাবাহিনীর কাছে অভিযোগ করেন। এদিকে অভিযোগের কয়েক ঘন্টা পরই রবিবার সন্ধ্যায় ছাত্রদল নেতা আল আমিনকে সোনাহাটা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে ধুনট থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, এক প্রবাসীর স্ত্রীর দায়েরকৃত চাঁদাবাজির মামলায় একজনকে গ্রেপ্তার করে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Check Also

বগুড়ায় ১০নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : শনিবার বিকেলে বগুড়া শহরের নহমাননগর ক্যাডেট মাদরাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *