বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘি উপজেলা ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের আয়োজনে ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সান্তাহার পৌর শহরের আম্মাজান ( দস্তরখানা) রেষ্টুরেন্ট চত্বরে প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলার আলোচনা সভার সভাপতিত্বে করেন উপজেলা ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নাল আবেদীন। অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, সান্তাহার প্রেস ক্লাবে সভাপতি তোফায়েল হোসেন লিটন, জাতীয়তাবাদী জাসাসের সান্তাহার পৌর শাখার সাধারণ সম্পাদক কবির হেসেন, উপজেলা ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, ইলেকট্রিক সামগ্রীর প্রতিনিধি রায়হান হোসেন, জুয়েল রানা, আব্দুল খালেক, ইলেকট্রিক শ্রমিকের নেতা সুইট, মিলন, হিরু, এমরান প্রমুখ। আলোচনা সভা শেষে যে সকল শ্রমিক মৃত্যুবরন ও দুর্ঘটনায় আহত হয়েছে তাদের কে নগদ অর্থ প্রদান করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
