সর্বশেষ সংবাদ ::

সোনাতলার পাকুল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ :  সোনাতলা উপজেলার পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষকের সাথে অসৌজন্যমূলক আচরণ ও সেইসাথে পদত্যাগের ষড়যন্ত্রে মেতে উঠেছে একটি কুচক্রীমহল। প্রধান শিক্ষক নিয়ামুল কবিরের স্বপক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গত বুধবার সন্ধ্যায় সোনাতলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে ছাত্রী মোছাঃ সামিয়া লিখিত বক্তব্যে বলেছেন শিক্ষকরা আমাদের অভিভাবক ও গুরুজন। আমরা রাজনীতি বুঝিনা,কমিটি বুঝিনা। আমরা চাই সুশিক্ষা অর্জন করতে। ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে। সুষ্ঠু,শান্তি-শৃঙ্খলা পরিবেশ ও সুনামের মধ্য দিয়ে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। হঠাৎ করে কিছুদিন ধরে কিশোর গ্যাংসহ একটি কুচক্রীমহল কমিটি ও প্রধান শিক্ষককে নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের দৌরাত্ম বেড়ে গেছে। টাকার বিনিময়ে তাদের ব্যবহার করা যায়। তারা কেন এমন করছে ? তাদের কে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে ? আমরা ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বলছি,আপনারা আমাদের বিদ্যালয়,প্রধান শিক্ষক ও অন্য কোনো শিক্ষকের সম্মান ক্ষুন্ন করবেন না। স্বচ্ছমানের রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, প্রধান শিক্ষককে পদত্যাগের চেষ্টাকারীদের ও শিক্ষার পরিবেশ বিশৃঙ্খলাকারীদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা মনে করি আমাদের প্রধান শিক্ষক একজন ভালো শিক্ষক। একজন ভালো মানুষ। তিনি আরো বলেন বিদ্যালয়টির কোনো শিক্ষক যদি দুর্নীতি ও অনিয়ম করে থাকেন তা দেখভাল করার জন্য প্রশাসন আছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরাফাত, আমান-উল্লাহ,তাসলিমা,মুনতারিন আক্তার,আল-সাদিক ও ফারহানা-সহ অনেকে।

Check Also

ধুনটে আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে বিএনপির দায়েরকৃত মামলায় আওয়ামীলীগ নেতা মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *