
বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগর উপজেলার বিআরডিবি’র আওতা ভুক্ত কেন্দ্রীয় সমবায় সমিতি ইউসিসিএ লিঃ এর ত্রি-বাষিক নির্বাচন অনুষ্ঠিত হয়ছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত বিআরডিবি কার্যালয়ে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
জানা যায় মোট ৭টি পদের মধ্যে সভাপতি পদে ২জন প্রার্থী থাকায় শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ৬টি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় তারা নির্বাচিত হন।
১৫২টি সমিতির ভোটের মধ্যে ৯৬ টি ভোট পড়ে। এর মধ্যে মাছ মার্কা প্রতীকে সভাপতি প্রার্থী সরফরাজ খান ৫৩টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি মঞ্জুর আলম হরিন মার্কা প্রতীকে ভোট পান ৪৩টি।
শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।