

বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, শাজাহানপুর থানার খোট্টাপাড়া ইউনিয়নের দুরুলিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম মহব্বত (৪০), একই ইউনিয়নের মোস্তাইল পশ্চিমপাড়[া গ্রামের আব্দুর রশিদের ছেলে স্বেচ্ছাসেবকলীগ নেতা শামীম হোসেন (৩৬), চোপীনগর ইউনিয়নের চোপীনগর গ্রামের আমজাদ হোসেনের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রশিদ (৫৫), একই গ্রামের আলাউদ্দিনের ছেলে উপজেলা যুবলীগ সদস্য আব্দুল হাকিম (৫২) এবং সোহানুর রহমান নামে অপর এক আওয়ামী লীগ কর্মী ব্যক্তি।
রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদেরকে বগুড়া সদর থানার একাধিক নাশকতা মামলায় আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।
শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, অতিরিক্ত পুলিশ সুপার বগুড়া সদর সার্কেল মোস্তফা মঞ্জুর পিপিএম-সেবা এর নেতৃত্বে শাজাহানপুর থানা পুলিশের একটি আভিযানিক দল শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আসামীদেরকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদেরকে সদর থানায় দায়ের করা একাধিক নাশকতা মামলায় আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।