
বগুড়া সংবাদ :‘ বগুড়া জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩৩৫ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় আহবায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক চিঠিতে আগামী ছয় মাসের জন্য এ কমিটি গঠন করা হয়। এতে মাহমুদুল হাসানকে কমিটির আহবায়ক ও সাকিব খানকে সদস্য সচিব করা হয়েছে। সদস্য সচিব সাকিব খান বগুড়া এই কমিটি ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন।কমিটির ২৬ যুগ্ম আহবায়ক হলেন- হাসান মোল্লা, রাব্বি হাসান মন্ডল, এম জেড শাহরিয়ার, রিয়াদ আহম্মেদ, রিপন পোদ্দার, সাজেদুল হক সাকিল, সাবিদ তিশান, বেলাল হোসেন, নূর আলম সম্রাট, জোনায়েদ আহম্মেদ, ইয়াসিন উদ্দিন, আমানুল্লাহ, আবদুল্লাহ আল মাহাদী, আরমানি তরফদার, ইন্তেসার রহমান, সানজিদা সামিয়া, শাহরিয়ার সিমান্ত, মুশফিকুর রহমান, সামিউল ইসলাম সৌধ, নুরুল ইসলাম, শাফিউল ইসলাম, রিফাত হাসান, সাহেদ, সায়রিন রিদা, আনিকা গহর অনন্যা ও ঐশরিয়া বাচ্চি।২৬ যুগ্ম সদস্য সচিবরা হলেন- সাকিল আহম্মেদ, মো. শাহী, তৌহিদ ইসলাম, মাইশা মেহেজাবিন তুবা, নূর মোহাম্মদ জুবায়ের, রাঙ্গা মন্ডল, মোহতাসিম, সাকিব হাসান, আলী বিন আজম, আবদুল্লাহ আল মাহি, আবদুস সোবহান, আবু তালহা, সোহানি, জেরিন তাসনিম শশী, নাজিমুজ্জামান, মিরাজ হোসেন, বুলবুল আহম্মেদ, সাদিকুর রহমান অয়ন, রিফাত হাসান, মোস্তাসির বিল্লাহ, সাদ হাসান ওহি, সনজিৎ রায়, নূরে জেরিন, তাসফিয়া সেহেরিন প্রবির, ওয়াসিব স্বাধীন ও নিবির।