সর্বশেষ সংবাদ ::

তারুণ্যের উৎসবে বগুড়ায় ফুটবল ও কাবাডি টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তারুণ্যের উৎসবে বগুড়ায় ফুটবল ও
কাবাডি টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বগুড়ায় অনুর্ধ্ব-১৭ বালক ও বালিকাদের ফুটবল এবং অনুর্ধ্ব-১৮ বালক ও বালিকাদের কাবাডি প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত বালক ও বালিকাদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফুটবল প্রতিযোগিতায় টাইব্রেকারে দুপচাঁচিয়া উপজেলা বালক দলকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া পৌরসভা। বালিকাদের ফাইনালে দুপচাঁচিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন বগুড়া সদর উপজেলা। কাবাডি মাঠে অনুষ্ঠিত ফাইনালে কাবাডিতে বালকে চ্যাম্পিয়ন কাহালু উপজেলা, রানার্সআপ গাবতলী উপজেলা, বালিকাদের কাবাডিতে চ্যাম্পিয়ন বগুড়া সদর উপজেলা এবং রানার্সআপ দুপচাঁচিয়া উপজেলা দল। ফাইনাল শেষে উভয় প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি ছিলন পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলন বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী গোলাম মোঃ শাহ নেওয়াজ, যুব উন্নয়ন অধিদপ্তররর উপ-পরিচালক তোছাদ্দেক হোসেন, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল ও হাসান মোল্লা, জাতীয় নাগরিক কমিটির জেলা সংগঠক আব্দুল্লাহিত তাকি, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারন সম্পাদক এম আর হাসান পলাশ, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের প্রতিনিধি জাহিদ হোসেন প্রমূখ। ফুটবল ও কাবাডি প্রতিযোগিতায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল বিভাগীয় প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে।

Check Also

আদমদীঘিতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন গ্রেপ্তার

বগুড়া সংবাদ:বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় মোশারফ হোসেন (৫০) নামের এক আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *