

বগুড়া সংবাদ : তারুণ্যের উৎসব উপলক্ষ্যে মঙ্গলবার সকালে বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে অনুর্ধ্ব-১৮ যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন কাবাডি মাঠে বালক ও বালিকাদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন। এসময় জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু ও মোস্তফা মোঘল, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, জাতীয় নাগরিক কমিটির জেলা সংগঠক আব্দুল্লাহিত তাকি, মিদুল হোসেন, সৈয়দ সোহেল আহম্মেদ লিটন, মতিয়ার রহমান, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের প্রতিনিধি জাহিদ হোসেনসহ বিভিন্ন উপজেলার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ১১টি বালক ও ৬টি বালিকা দল অংশ নিয়েছে। দিনব্যাপী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন একটি বালক ও একটি বালিকা দল বিভাগয় প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ পাবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা