

শারীরিক শিক্ষক কল্যাণ সমিতির সংবর্ধনা
বগুড়া সংবাদ :বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য রুবেল ও মোঘলকেশা রীরিক শিক্ষক কল্যাণ সমিতির সংবর্ধনা
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহবা কিয়ক কমিটির সদস্য মনোনীত হওয়ায় ক্রিকেট আম্পায়ার খালেদ মাহমুদ রুবেল এবং ক্রীড়া সাংবাদিক মোস্তফা মোঘলকে সংবর্ধনা দিয়েছে বগুড়া শারীরিক শিক্ষক কল্যাণ সমিতি। রোববার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তাদের হাতে ক্রেষ্ট তুলে দেন বগুড়া শারীরিক শিক্ষক কল্যাণ সমিতি সাধারন সম্পাদক মোঃ আব্দুল মান্নান। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সমিতির সদস্য রফিকুল ইসলাম, আব্দুল হান্নান, সফি মামুন, আমিনুল ইসলাম, শফিকুল ইসলাম, খায়রুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে সংবর্ধিত দুই তরুণের মাধ্যমে বগুড়ার ক্রীড়াঙ্গন সচল হওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।