
বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন ষ্টেশনের রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির (৬৫) মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধা ৬ টায় এ দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট পাঠানোর সময় পর্যন্ত মৃত ব্যক্তির কোন পরিচয় জানা যায়নি। সন্ধায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা যান। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় ওই ব্যক্তি রেল লাইনের পার হচ্ছিলেন। এ সময় তিনি একতা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করে।