সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের  শীতবস্ত্র বিতরণ

বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের 
শীতবস্ত্র বিতরণ

বগুড়া সংবাদ : বাংলাদেশ শ্রমিক কল্যাণফেডারেশনের বগুড়া শহর শাখার আয়োজনে শনিবার দুপুরে বগুড়া শহরের ধরমপুরে শতাধিক ইজিবাইকও রিকসা শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহরজামায়াতের আমীর ও সংগঠনের প্রধান উপদেস্টাঅধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বগুড়া শহর শ্রমিক কল্যাণফেডারেশনের সভাপতি আজগর আলী, আসলাম হোসেন, রাসেল জিলাদার, শামীম হোসেন, জিয়াআলম, শাহজাহান সাজু প্রমুখ। প্রধান অতিথি বলেন কুরআনের সমাজ প্রতিষ্ঠা হলে কাউকে শীতবস্ত্রনেওয়ার জন্য দৌড়াতে হবেনা। আপনাদের ঘরে ঘরে পৌছে দেয়া হবে। তিনি সকল বিত্তবানদেরশীতাত্বদের পাশে দাড়ানোর আহবান জানান। ক্যাপশন: শনিবার দুপুরে বগুড়া শহরের ধরমপুরে শ্রমিককল্যাণ ফেডারেশন শহর শাখা আয়োজিত ইজিবাইক ও রিকসা চালকদের মাঝে কম্বল বিতরণ করেনশহর জাময়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।

Check Also

আদমদীঘিতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন গ্রেপ্তার

বগুড়া সংবাদ:বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় মোশারফ হোসেন (৫০) নামের এক আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *