

বগুড়া সংবাদ :বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বগুড়ার সান্তাহারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর সান্তাহার পৌর শহরের ঢাকা পট্টি মসজিদে এ আয়োজন করা হয়। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সান্তাহার পৌর কমিটির আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেয়- সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আদমদীঘি উপজেলা কমিটির সভাপতি আতাউর রহমান, সান্তাহার পৌর কমিটির সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি আমিনুল ইসলাম কোয়েল, সাধারণ সম্পাদক রকেট, বিশিষ্ট ব্যাবসায়ী ও বিএনপির নেতা গুলবর রহমান, বিএনপি নেতা জাহাঙ্গীর, যুবদল নেতা রাজিব, মাসুম, তপু প্রমুখ।