
বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ায় ভূঁইপুর গ্রামবাসীর আয়োজনে এ.এম রেইমেন্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের স্পন্সর করায় বর্ষা ডেকোরেটারে স্বত্বাধিকারী বেলাল হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। খেলা উপলক্ষে গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার রাতে এ.এম রেইমেন্টসের স্বত্বাধিকারী আশাদুল ইসলাম রনি সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদল নেতা আশরাফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, যুবদল নেতা রাবু খান, উপজেলা ছাত্রদলের সভাপতি শামিম সরদার, বর্ষা ডেকোরেটর এন্ড সাউন্ড সিস্টেম এর স্বত্বাধিকারী বেলাল হোসেন প্রমুখ। খেলায় গোবিন্দপুর যুব সংঘ ২-০ সেটে বীরকেদার ব্যাডমিন্টন একাডেমীকে পরাজিত করে। খেলা শেষে উপস্থিত দর্শকদের মাঝে ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিপলেট বিতরণ করেন প্রধান অতিথি আশরাফুল আলম।