

বগুড়া সংবাদ :বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কষক সমাবেশের অংশ হিসেবে বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ছাতিয়ানগ্রাম বাজার চত্বরে অনুষ্ঠিত কৃষক সমাবেশে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন কৃষকদলের আহবায়ক ইয়ারব আলীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম অহবায়ক সামছুল খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষকদলের সদস্য সচিব এনামুল হক সুমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যান সম্পাদক মাহফুজুল হক টিকন, বিএনপি নেতা নুরুজ্জামান শামীম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জীবন, আরিফুল হক রুমান, উপজেলা কৃষকদলের আহবায়ক রায়হান শরিফ রানা, সদস্য সচিব আবু রায়হান আলী, যুগ্ম আহবায়ক রুবেল, আব্দুল কুদ্দুস, বেলাল হোসেন, কৃষকদল নেতা আয়েন উদ্দিন, আবু রাহিম, যুবদল নেতা তামিম, রেজা, টিটু, মোয়াজ্জেম, এরশাদ, রাজিব, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাহুল, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আসাদুর রহমান, সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক বিপুল প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শুধু জুলাইয়ের আন্দোলনে হাসিনা দেশ থেকে পালাই নি। বিগত ১৭ বছরের আন্দোলনের কারনে পালিয়েছে। দেশের মানুষ সোচ্চার ছিলো বলেই সম্ভব হয়েছে।