

সেলাই মেশিন ও কাপড় বিতরণ
বগুড়া সংবাদ :: সোনাতলা উপজেলার গড়চৈতন্যপুরে পার্সন প্রোগ্রেস এসোসিয়েশন (এস্পা)-এর উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে গত বুধবার দুপুরে বিভিন্ন এলাকার গ্রামীণ দরিদ্র যুব মহিলাদের মাঝে আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন,কাপড় ও ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। এস্পার সভাপতি মোঃ আব্দুল হালিম’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন। তিনি বলেছেন এস্পা একটি সেবাদানকারী ও কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়ার প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে দরিদ্র মানুষদের নানা ধরণের সেবা দিয়ে আসছেন। এতে সুবিধাভোগী মানুষগুলো অনেকটা উপকৃত হচ্ছেন। তিনি আরো বলেন এস্পা যে কর্মসূচির মাধ্যমে যুব দরিদ্র মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন দিলেন তা কাজে লাগিয়ে নিজেদেরকে স্বাবলম্বী হওয়ার অবশ্যই চেষ্টা করতে হবে। আয়বর্ধকের জন্য যারা সেলাই মেশিন পেলেন তাদের দেখে অন্য মহিলারা অনুপ্রাণিত হবে বলে আমি বিশ্বাস করি। আমরা সমাজসেবা অধিদপ্তর থেকেও নানামুখী কর্মকান্ডের ওপর মানুষদের সহযোগিতা দিয়ে থাকি। অন্যদের মধ্যে বক্তব্য দেন এস্পার নির্বাহী পরিচালক রেজাউল করিম,সুপার ভাইজার এনামুল হক,টিজিএসএস চেয়ারম্যান সাইফুল ইসলাম ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক পাভেল আহম্মেদ। উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসের অফিস সহকারী আহসান রব্বানী,শিশু সুরক্ষা সমাজ কর্মি ওমর ফারুক,ফিল্ড সুপারভাইজার রয়েল মিয়া,ঐ অফিসের মোঃ লিমন ইসলাম ও ব্যবসায়ী ইউনুস আলী-সহ অনেকে। পরে সুবিধাভোগী যুব মহিলাদের মাঝে সেলাই মেশিন,কাপড় ও ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।