বগুড়া সংবাদ : শনিবার দুপুরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে বগুড়া জেলা দর্জ্জি শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক সম্মেলন সংগঠনের সভাপতি কাজী আব্দুস ছোবাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন। সাধারন সম্পাদক ফেরদৌস আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী, মোরশেদুল ইসলাম সুইিট, আলম হোসেন, সাবেক সেক্রেটারী শফিকুল ইসলাম, লিটন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন বৈষম্য মুক্ত সমাজ গড়তে ইসলামী শ্রমনীতির প্রয়োজন। ইসলামী শ্রমনীতি চালু হলেই শ্রমিকের ভাগ্যের উন্নয়ন সম্ভব হবে। তিনি সকল শ্রমিক সমাজ কে কুরআন হাদিসের আলোকে জীবন গড়ার আহবান জানান।