বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে রাতে উচ্চ শব্দে ডেকস্ বাজিয়ে আনন্দ উৎসব করতে বাঁধা দেয়ায় কারাবন্দি এক যুবলীগ নেতার স্ত্রীর নির্দেশে বহিরাগত একদল সন্ত্রাসীর অতর্কিত হামলায় স্থানীয় ৩ ব্যক্তি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। হামলার সময় স্থানীয় লোকজন একত্রিত হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করলে একটি মটরসাইকেল রেখে তারা দ্রæত পালিয়ে যায়। উত্তেজিত জনতা ওই মটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এ সময় স্থানীয়রা শিবলু মন্ডল (৪০) নামে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
আটক শিবলু মন্ডল উপজেলার বেতগাড়ী পূর্বপাড়ার সাইফুল ইসলামের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে শাহরিয়ার (১৯), তৈফিক আহমেদের ছেলে তানভীর ((১৮) এবং বাবু মিয়ার ছেলে খায়রুল ইসলাম (৩৫)।
এঘটনায় আহত শাহরিয়ারের বাবা শফিকুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
শনিবার সন্ধ্যায় থানার ওসি ওয়াদুদ আলম এই তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কারাবন্দি যুবলীগ নেতা মোস্তাকিম রহমানের স্ত্রী আরবী রহমান গত শুক্রবার (১০ জানুয়ারী) বেতগাড়ীস্থ তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। ওইদিন রাতে আরবী রহমান তার বন্ধু-বান্ধব নিয়ে নাচ-গানের আয়োজন করেন। রাত সাড়ে ৮টার দিকে উচ্চ শব্দে ডেকস বাজিয়ে নাচ-গানে ব্যস্ত থাকলে প্রতিবেশী শফিকুল ইসলামের কলেজ পড়–য়া ছেলে শাহরিয়ার তার পড়ালেখায় ব্যঘাত ঘটায় আরবী রহমানের বাড়িতে এসে ডেকস বন্ধ করতে বলে। এনিয়ে আরবী রহমান ও তার ভাই শিবলু মন্ডলের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আরবী রহমান তার স্বামী যুবলীগ নেতা মোস্তাকিম রহমানের লোকজনকে ফোন করলে ২০-৩০টি মটরসাইকেলের বহর নিয়ে একদল সন্ত্রাসী এসে যাকে যেখানে পেয়েছে অতর্কিত ভাবে হামলা চালিয়ে মারপিট ছুরিকাঘাত করে। এসময় ৩জন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন একত্রিত হয়ে সন্ত্রাসীদের পাল্টা হামলা করলে তারা ভয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় একটি মটরসাইকেল ফেলে রেখে গেলে উত্তেজিত স্থানীয়রা ওই মটরসাইকেলে অগ্নিসংযোগ করে। পরে আরবী রহমানের ভাই শিবলু মন্ডলকে স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে শিবলু মন্ডলকে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানান, যুবলীগের সন্ত্রাসীরা এখনো কি ভাবে সক্রিয় থাকতে পারে। এদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।
থানার ওসি ওয়াদুদ আলম জানান, গ্রেপ্তারকৃত শিবলু রহমানকে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে। মামলার অপর আসামীদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।