বগুড়া সংবাদ :জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেছেন, দুঃসময়ে যারা দল ছাড়েনি তারাই প্রকৃত কর্মী তাদের মূল্যায়ন আগে করতে হবে।
তিনি আরও বলেন, আগামী দিনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভূলে গিয়ে সাধারণ জনগনকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা সংস্কার বুঝিয়ে তাদেরকে বিএনপির পতাকাতলে নিয়ে আসতে হবে।
গত শুক্রবার সন্ধ্যায় বগুড়ার কাহালুর দূর্গাপুর ইউনিয়নের নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে গ্রাম কমিটি ও অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
গ্রাম কমিটি ও অলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা বিএনপির সদস্য ও দূর্গাপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল ইসলাম (খোকন)।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র মো. ফরিদুর রহমান ফরিদ, কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ উজ্জল প্রমূখ। গ্রাম কমিটি ও অলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।