সর্বশেষ সংবাদ ::

জয়পুরহাটের রায়কালীতে সামাজিক সংগঠন `ন্যায়ের পথে চলো’ এর উদ্যোগে অসহায়, দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

 

জয়পুরহাটের রায়কালীতে সামাজিক সংগঠন `ন্যায়ের পথে চলো’ এর উদ্যোগে অসহায়, দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ ।

বগুড়া সংবাদ : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালীতে সামাজিক সংগঠন `ন্যায়ের পথে চলো’ এর উদ্যোগে অসহায়, দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ । উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে

রায়কালী ইউনিয়নের ১৩ গ্রামের মোট ১৫০ টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন ন্যায়ের পথে চলো সামাজিক সংগঠনের সদস্যরা। সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ মিজানুর রহমান পলাশ বলেন সামাজিক দায়বদ্ধতা থেকেই এই সংগঠনটি রায়কালী ইউনিয়নের ৪৮ টি গ্রামের সদস্যদের নিয়েই গঠন করা হয়েছে। তিনি বলেন গ্রামের অতি দরিদ্র মানুষের মূলত কেউ খবর রাখে না। এই সংগঠন মূলতঃ গ্রামের অসহায়, দুঃস্থ, বিধবা বৃদ্ধ মহিলা, পুরুষ, নিঃসন্তান ব্যাক্তিবর্গ,সন্তান থাকা সত্ত্বেও যাদের দেখাশোনা করা এবং সেবা করার মানুষ নেই তাদের সেবা করা। টাকার অভাবে যদি কারো মেয়ের বিয়ে না হয় তাহলে সে পরিবারের পাশে দাঁড়ানো এবং সে মেয়েকে বিবাহের ব্যবস্থা করা, অর্থের অভাবে যাদের চিকিৎসা হয় না তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা,যাদের বাড়িতে খাবার নেই তাদের খাবারের ব্যবস্থা করা, সমাজে বৈষম্যহীনতার শিকার মানুষদের সেবা করায় মূলত তাদের উদ্দেশ্য গ্রামের মানুষদেরকে সকল ভালো কাজে সহযোগিতা করা । ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক যে সকল সেবা আছে সেগুলা গ্রামের অসহায় দোস্তরা যাতে পায় সে ব্যাপারে জনপ্রতিনিধিদের সাথে কথা বলে তাদের সেই সকল সেবার আওতায় নিয়ে আসার ব্যবস্থা করা। তিনি আরো বলেন যুব সমাজ যদি মানুষের সেবামূলক কাজে পাশে থাকে এবং ভালো কাজ করে তাহলে কখনো তারা খারাপ কাজে জড়াবে না এমনকি মাদকের প্রতিও আসক্ত হবেনা তাই যুব সমাজকে এ সেবামূলক কাজের সাথে জড়িত করে প্রতিটি গ্রামের যুবকদের ভালো কাজে উদ্বুদ্ধ করা এবং খেলাধুলার পাশাপাশি লেখাপড়ার প্রতি মনোযোগী হবে। যেই ব্যক্তি ভালো কাজ করে তিনি চাইলেও সহযে কোন খারাপ কাজ করতে পারে না তাই যুব সমাজকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করা তাদের সংগঠনের মুল কাজ। তিনি আরো বলেন আমাদের ন্যায়ের পথে চলো সংগঠনের সদস্যরা কোনপ্রকার খারাপ কাজের সাথে জড়িত থাকেনা, প্রতিটি স্কুল কলেজে তারা ইভটিজিং ও মাদকবিরোধী প্রচারণা করে।যদি কারো জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজন হয় তাহলে তাদের সংগঠনের সদস্যরা মিলেই জরুরী ভিত্তিতে সেই রক্তের ব্যবস্থা করে দেন।
ন্যায়ের পথে চলো সংগঠনের সদস্যরা জানান সমাজের বৃত্তশীল ব্যক্তিরা, দানশীল ব্যক্তিরা, যদি তাদেরকে আর্থিকভাবে সহায়তা করে তাহলে তাদের এলাকায় কোন অসহায় মানুষ না খেয়ে থাকবেনা, বিনা চিকিৎসায় মারা যাবে না, বিনা রক্তে মারা যাবে না তাদের উদ্দেশ্য সমাজকে পরিবর্তন করা, সমাজের মানুষের মাঝে পরিবর্তন ঘটানো। আমরা চাই আমাদের রায়কালী ইউনিয়নকে একটি স্বচ্ছ, মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত এবং বাংলাদেশের মধ্যে সততার দিক দিয়ে একটি রোল মডেল ইউনিয়ন হিসেবে বিশ্বের বুকে পরিচিত করা। তরুণরা চাইলে সবকিছুই করা সম্ভব তাই আগামীর সোনার বাংলা গড়তে তরুণ প্রজন্মকেই সবার আগে এগিয়ে আসতে হবে।
মিজানুর রহমান পলাশ বলেন আমাদের সংগঠন একটি অরাজনৈতিক সামজিক সংগঠন, যেখানে দল মত নির্বিশেষে অসহায় মানুষদের পাশে থেকে সেবা করা এবং অসহায় মানুষদের সাহায্য করাই আমাদের উদ্দেশ্য।

Check Also

শাজাহানপুরে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *