

বগুড়া সংবাদ : ইরানে অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশীপ ও ভারতে নারী বিশ্বকাপ- ২০২৫ কাবাডিতে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় নারী কাবাডি দল গঠনের জন্য আবাসিক ক্যাম্পে ডাক পেছেন বগুড়ার মেয়ে ইসরাত জাহান সাদিকা ও আছমিতা আক্তার ঐশী। ইসরাত জাহান সাদিকা বর্তমানে আউটসোর্সিংয়ে বাংলাদেশ পুলিশ নারী কাবাডি দলের হয়ে খেলছেন। আছমিতা আক্তার ঐশী বগুড়া করোনেশন ইনস্টিটিউশন এন্ড কলেজে এইচএসসি ২য় বর্ষে অধ্যয়নরত। ১০ জানুয়ারি শুক্রবার তারা আবাসিক ক্যাম্পে যোগদান করেছেন। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাদের জন্য দোয়া কামনা করা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা