বগুড়া সংবাদ : এস ও এস চিলড্রেন্স ভিলেজ বগুড়ার তরুণ প্রজন্মকে প্রাসঙ্গিক প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক শ্রম বাজারে নিজেদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে প্রতিষ্ঠিত করা এবং পূর্ণকালীন কর্মসংস্থান বা উদ্যোক্তা তৈরির মাধ্যমে
বেকারত্ব দূরীকরণের জন্য ১ বছর মেয়াদি এন্টারপ্রেনারশিপ এন্ড ব্যাসিক স্কিল ট্রেনিং প্রকল্প হাতে নিয়েছে। উক্ত প্রকল্পের অংশগ্রহণকারী প্রশিক্ষানার্থীদের মাঝে উদ্যোক্তা তৈরি ও ব্যবসার লক্ষ্যে উপরকণ সমগ্রী বিরতণ বৃহস্পতিবার সকাল ১১.০০
টায় এস ও এস চিলড্রেন্স ভিলেজে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে এস ও এস সোশাল সেন্টারের সহকারি পরিচালক ফয়সাল করিম উপস্থিত অতিথিদের সামনে এন্টারপ্রেনারশিপ এন্ড ব্যাসিক স্কিল ট্রেনিং
প্রকল্পের লক্ষ ও উদ্দেশ্য তুলে ধরেন। এস ও এস চিলড্রেন্স ভিলেজ বগুড়ার সহকারি পরিচালক ও ইন-চার্জ জনাব আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপরকণ সমগ্রী বিরতণ করেন বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট
জনাব হোসনা আফরোজা। তিনি বলেন, এস ও এস চিলড্রেন’স ভিলেজ, বগুড়ার সার্বিক সহায়তায় সুবিধা বঞ্চিত পরিবার ও ছেলে-মেয়েদের শিক্ষা সহায়তাসহ পরিবারের আয় বর্ধনমূলক কর্মসূচি গ্রহণ সত্যিই অনেক প্রশংসার দাবিদার। কর্মমুখী
শিক্ষাকে সামনে রেখে এন্টারপ্রেনারশিপ এন্ড ব্যাসিক স্কিল ট্রেনিং প্রজেক্টের আওতায় সেরা ৩০ জনকে নিজ ব্যবসা শুরু করার জন্য যে উপকরণ দেওয়া হলো তারা এর সর্বোত্তম ব্যবহার করে নিজেকে একজন
সফল উদ্যোক্তাকে হিসেবে গড়ে তুলবে এবং অসংখ্য বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে প্রকল্পের সার্থকতা আসবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা
সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান, এস ও এস হারম্যান মেইনার কলেজের অধ্যক্ষ শীতল কুমার সরকার, সহকারি পরিচালক আই,আর,এম আব্দুর রকিব,সোশাল সেন্টার অফিসার-
প্রোগ্রাম মিঠুন কুমার দত্ত, মো. মকলেছুর রহমান ও হিসাবরক্ষক সুমন চন্দ্র সরকারসহ এস ও এস চিলড্রেন্স ভিলেজ বগুড়ার বিভিন্ন প্রকল্পের কর্মকর্তাবৃন্দ। এই প্রকল্পের মাধ্যমে ১০০ জন যুবক ও যুবতি বিভিন্ন
বিষয়ের উপর প্রশিক্ষণরত আছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রশিক্ষণসমূহ হলো বেকারি, বিউটি পার্লার, ড্রাইভিং, ইলেকট্রিক ইাউজ ওয়েরিং, ফ্রিলান্সিং, মোবাইল সার্ভিসিং, এসি ও রেফ্রিজারেটর সার্ভিসিং। উক্ত প্রশিক্ষণার্থীদের মধ্যে সেরা ৩০
জনকে উদ্যোক্তা তৈরি ও ব্যবসার প্রতিষ্ঠার লক্ষে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য যে, এস ও এস চিলড্রেন্স ভিলেজ বগুড়ার একটি আন্তর্জাতিক বেসরকারি সমাজ উন্নয়নমূলক সংস্থা যা শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। এস ও এস
চিলড্রেন্স ভিলেজ বগুড়া ১৯৯৫ সাল থেকে বগুড়ায় শিশুদের নিয়ে কাজ করছে। অনুষ্ঠান সঞ্চলনা করেন এস ও এস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির সুবিধাভোগী মোছা: মাছুরা খাতুন ও মোছা: রিতু আক্তার।