সর্বশেষ সংবাদ ::

এসেনসিয়াল ড্রাগস এর চাকুরিচ্যুতদের চাকুরী পূনর্বহালের দাবীতে সাংবাদিক সম্মেলন

এসেনসিয়াল ড্রাগস এর চাকুরিচ্যুতদের চাকুরী পূনর্বহালের দাবীতে সাংবাদিক সম্মেলন

বগুড়া সংবাদ :  এসেনসিয়াল ড্রাগস এর চাকুরিচ্যুত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের চাকুরী পূনর্বহালের দাবীতে বৃহস্পতিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে এর চাকুরিচ্যুত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা সংগ্রাম পরিষদের আহ্বায়ক সুজাউদ্দৌলা বলেন, “২০০৭ সালে ১/১১ এর সরকার নামে ক্ষ্যাত তত্ত্বাবধায়ক সরকার দেশে জরুরী আইন জারী করে সম্পূর্ণ বেআইনি ও অন্যায়ভাবে এসেনসিয়াল ড্রাগস বগুড়া প্লান্ট হতে ৩৪২জন শ্রমিক কর্মচারী কর্মকর্তা ছাটাই করে। উল্লেখ্য যে শ্রম ও আইন লঙ্ঘন বা চাকুরী বিধিমালা লঙ্ঘন বা চাকুরী শৃঙ্খলা বর্হিভূত কোন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না থাকা সত্ত্বেও আমাদের বিনা নোটিশে অন্যায়ভাবে চাকুরীচ্যুত করা হয়। পরবর্তীতে ২০০৯ সালে আওয়ামীলীগ সরকার গঠন করিলে দেশের পাবনা সিরাজগঞ্জ ও গোপালগঞ্জ এলাকার শ্রমিক কর্মচারী কর্মকর্তাদেরকে নতুন নিয়োগ ও আওয়ামীপন্থিদেরকে চাকুরীতে পূনর্বহাল করলেও আমাদের বগুড়া অঞ্চলের সাধারণ শ্রমিক কর্মচারীদেরকে পূনর্বহাল করা হয়নি। আমাদের পূনর্বহাল না করার যে বিশেষ কারণ তারা চিহ্নিত করেন তা হচ্ছে আমাদের সকলের বাড়ি বগুড়ায়। গত ০৫ আগষ্ট ২০২৪ সালের ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে, বিগত সরকারের আমলে অন্যায়ভাবে চাকুরীচ্যুত হয়েছে বা বৈষম্যের শিকার হয়েছেন তাদেরকে চাকুরী ফেরত ও ন্যায় বিচারের সিদ্ধান্ত হয়। উক্ত সিদ্ধান্তের ফলে আমরা এসেনসিয়াল ড্রাগস বগুড়া প্লান্টের চাকুরীচ্যুত কর্মকর্তা কর্মচারী আশান্নিত হইয়াছি। ইতিমধ্যে আমরা চাকুরিচ্যুত কর্মকর্তা কর্মচারী ঐক্যবদ্ধ হইয়া এসেনসিয়াল ড্রাগস বগুড়া কর্তৃপক্ষের নিকট চাকুরী পূনর্বহালের দাবী জানায়। তৎক্ষনাত বগুড়া ও ঢাকা কর্তৃপক্ষ আমাদের ইতিবাচক সাড়া দিলেও এখন পর্যন্ত কোন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করায় আমরা হতাশাগ্রস্থ।একদিকে দীর্ঘ ১৭ বছর যাবৎ চাকুরীচ্যুত থাকায় আমরা পরিবার পরিজন লইয়া মানবেতর জীবন যাপন করছি এবং অর্থাভাবে অনাহারে দিনাতিপাত করছি। অন্যদিকে দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার লক্ষ লক্ষ টাকা ঘুষ বাণিজ্যের বিনিময়ে যোগ্যতা বিহীন কর্মকর্তা কর্মচারী অবৈধভাবে নিয়োগ প্রদান করিয়াছে যাহারা ফ্যাসিস্ট সরকারের নাম ব্যবহার করে কোটি কোটি টাকার দূর্নীতি করে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা বর্তমান অন্তবর্তীকালিন সরকার বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্টায় শপথ নিয়ে ক্ষমতায় এসেছে। আপনাদের মাধ্যমে সরকার ও এসেনসিয়াল ড্রাগসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিকট আমাদের একটাই নিবেদন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বিশেষ অঞ্চলকে প্রাধান্য দিয়ে অমানবিত প্রতিহিংসার স্বীকার এসেনসিয়াল ড্রাগস বগুড়ার সকল চাকুরীচ্যুত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাগণকে চাকুরীতে পূনর্বহালের মাধ্যমে আমাদের সকলের প্রতি ন্যায় বিচার করুন এবং আমাদের পরিবার গুলোকে বাঁচান।

Check Also

দুপচাঁচিয়াআছির উদ্দিন চিশতী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়ার মোস্তফাপুর আছির উদ্দিন চিশতী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *