

বগুড়া সংবাদ : প্রাইম ব্যাংক বগুড়ার শেরপুর উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। দিনব্যাপী প্রায় ১ হাজার ২০০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করে এবং প্রাইম ব্যাংক আই হাসপাতাল কর্তৃক ঢাকায় ১৫০ জন রোগীর ফ্রি ছানি অপারেশন সহ যাবতীয় চিকিৎসা সুবিধা প্রদান করা হবে। গতকাল সোমবার সকাল ১০টায় শেরপুর পৌরশহরের টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজ প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও
ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আশিক খান। প্রাইম ব্যাংক শেরপুর শাখার ম্যানেজার টি এম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক রিজিওনাল হেড (নর্থ) আব্দুল হালিম, শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ জানে আলম খোকা, শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের এ্যাডহক কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যন কে এম মাহবুবার রহমান হারেজ, প্রাইম ব্যাংক আই হসপিটাল
মেডিকেল অফিসার ডাঃ মাসুদ ইসলাম, ডাঃ সবুর হোসাইন, ডাঃ আতিক হোসাইন, ডাঃ যোবায়ের হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অপারেশন ম্যানেজার ফায়জুল ইসলাম, নুরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, রবিউল ইসলাম, কো অর্ডিনেটর মেহতাজ ইকবাল খান, ক্যাম্প অর্গানাইজার মোর্শেদ আলম, শরিফ তওফিক ইমরান, সেবিকা রুমিকা, এ্যাডমিন সহকারী সাজিদ হোসেন প্রমুখ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা