সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় ডাকাতির মালামাল উদ্ধার ॥ গ্রেপ্তার দুই

বগুড় সংবাদ :  বগুড়ার দুপচাঁচিয়ার চামরুলে ডাকাতির ঘটনায় সংঘবন্ধ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ। গত ৭নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া, জয়পুরহাট ও গাইবান্ধা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হলেন বগুড়া সদর থানা এলাকার চাঁদপাড়ার মোজাফ্ধসঢ়;ফর হোসেনের ছেলে মামুন মিয়া(৪০) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ববনপুরী গ্রামের মৃত নূর ইসলামের ছেলে রফিকুল ইসলাম(৩৩)। গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যমতে পুলিশ অভিযান চালিয়ে তিনটি গরু ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক এবং একটি তালা কাটার মেশিন জব্দ করেছে। জানা গেছে, গত ২৪অক্টোবর দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার সময় উপজেলার চামরুল শাহ পাড়ার আব্দুল হাকিমের বাড়িতে ডাকাতরা ডাকাতি করেন। প্রায় ৮-৯জন ডাকাত মুখে মুখোশ ও মাস্ক পড়ে ডাকাতি কালে বাড়ির লোকজনদের(পুরুষ ও মহিলাদের) মারপিট করে গামছা ও ওড়না দিয়ে হাতপা বেঁধে রেখে গরুর সেড হতে দু’টি দুধেল গাভী, দু’টি বোকনা
বাছুর, স্টীলের ড্রয়ার ভেঙ্গে ও মহিলাদের কান হতে ছিনিয়ে নেয়া স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোন সহ প্রায় ৬লাখ এগার হাজার টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত আব্দুল হাকিম গত ২৬অক্টোবর বাদী হয়ে
দুপচাঁচিয়া থানায় একটি এজাহার দায়ের করেন। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, বগুড়া পুলিশ সুপার ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্তকর্তাদের সার্বিক দিকনির্দেশনায় অল্প সময়ের মধ্যে এ ডাকাতির রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে। ডাকাতি হওয়া বাঁকি মালামাল উদ্ধারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Check Also

সোনাতলায় তিনদিন ব্যাপি পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর আয়োজনে, সোনাতলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *