সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

সান্তাহারে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বগুড়া সংবাদ:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলার  সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে পালিত হয়েছে।

গতকাল রোববার সারাদিন ব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সান্তাহার পৌর যুবদল কার্যালয়ে সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, স্বাধীনতার মহান ঘোষক, জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিতে মাল্যদান, সকাল ১০ টায় ফ্রী মেডিকেল ক্যাম্প ও ফ্রী ঔষুধ বিতরণ। সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রী মেডিকেল ক্যাম্প ও ফ্রী ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাবেক সভাপতি ও বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ফিরোজ মো : কামরুল হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির নেতা মমতাজ উদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন, নিজাম দেওয়ান, শহিদুল ইসলাম হিটলু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সৌরভ কর্মকার, মাহামুদুল আলম, শাজাহান আলম স্বপন, ফেরদৌস মাহামুদ, দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল, যুবনেতা আমিনুল ইসলাম কুয়েল, বেলাল হোসেন, সিদ্দিকুর রহমান তুফান, আশিকসহ ৯টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ফ্রী মেডিকেল ক্যাম্পে প্রায় ২ শতাধিক সাধারণ মানুষকে চিকিৎসা সেবা ও ফ্রী ঔষুধ বিতরণ করা হয়। বাদ যোহর দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Check Also

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গাবতলীতে লিফলেট বিতরণ উপজেলা বিএনপির সহ-সভাপতি  জুলফিকার হায়দার গামার 

বগুড়া সংবাদ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *