পুলিশ-সেনাবাহীনির পৃথক অভিযান আত্রাইয়ে বিষ্ফোরক মামলার আসামীসহ তিনজন গ্রেফতার ১০২৫পিস এ্যাম্পুল উদ্ধার

বগুড়া সংবাদ:নওগাঁর আত্রাই থানাপুলিশ ও সেনাবাহীনি পৃথক অভিযান চালিয়ে বিষ্ফোরক মামলার আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছে। এসময় ১০২৫পিস এ্যাম্পুলসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পাঁচুপুর গ্রামের মৃত গনি প্রামানিকের ছেলে আহাদ আলী (৫২) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে সুমন হোসেন (২০) ও নওগাঁর রাণীনগর উপজেলার গুয়াতা গ্রামের ইয়াকুব আলীর ছেলে রিফাত হোসেন (১৯)।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান, সোমবার সকালে থানাপুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচুপুর গ্রামের মৃত গনি প্রামানিকের ছেলে আহাদ আলী এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে সুমন হোসেনকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওবাইদুল করিম জানান,গত ৬অক্টোবর বিহারীপুর গ্রামের আব্দুল মজিদের দায়েরকৃত বিষ্ফোরক মামলায় জরিত থাকার সন্দেহে আহাদ ও সুমনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া রোববার সন্ধায় উপজেলার রেলষ্টেশন এলাকায় একটি ফার্মেসির দোকানে পুলিশ-সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে রিফাত হোসেন নামে এক যুবককে ভারতীয় আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় ১০২৫পিস এ্যাম্পুলসহ আটক করা হয়।
আটক রিফাতের বিরুদ্ধে রোববার রাতেই আত্রাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি সাহাবুদ্দীন।

Check Also

Азартный клуб без потребности идентификации: участвуйте анонимно

Азартный клуб без потребности идентификации: участвуйте анонимно Пользователи, желающие конфиденциальность и свободу от долгих этапов …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *