

বগুড়া সংবাদ: সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে গত ১১ অক্টোবর শুক্রবার রাতে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন তালোড়া
পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার। পরিদর্শনকালে তিনি পূজা মন্ডপ কর্তৃপক্ষ ও আগত দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। সেই সঙ্গে তিনি পৌর এলাকার তিনটি সর্বজনীন দুর্গাপূজা মন্ডপ কর্তৃপক্ষের নিকট তাঁর ব্যক্তিগত তহবিল হতে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন তালোড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র সৈয়দ আবু হাসান আজাদ, সাবেক পৌর কাউন্সিলর শাহিনুর ইসলাম শাহিন, আমিনুর ইসলাম, হাসেম প্রামানিক, তানভির
আহম্মেদ ফেরদৌস প্রমুখ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা