বগুড়া সংবাদ: প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মঙ্গলবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ কাহালু উপজেলা শাখার আয়োজনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন কর্মসূচীর পূর্বে কাহালু উপজেলা নির্বাহি আফিসার মোছা. মেরিনা আফরোজ এর মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত মানব বন্ধন কর্মসূচী ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ কাহালু উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান, সিনিয়র সহ-সভাপতি নুরুল আলম, আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার আলী, অর্থ সম্পাদক সানোয়ার হোসেন সহ বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ কাহালু উপজেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ।
Check Also
সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন
বগুড়া সংবাদ : বগুড়ার সারিয়াকান্দিতে অনলাইন অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের লটারী ও …