
শেরপুর (বগুড়া)
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে বগুড়ার শেরপুর উপজেলাতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ও সর্বস্তরের ওলামায়ে কেরাম তৌহিদী জনতা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে শেরপুর বাসস্ট্যান্ড কেন্দ্রীয় শাহী মসজিদ সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ধুনটমোড় মোড় প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শাহী মসজিদের গেটে এসে শেষ করা রয়েছে। সমাবেশে পরিষদের নেতারা বলেন, ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারী ফাঁসি চাই। আমাদের নবীকে অপমান মেনে নেবো না। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে। আজ আমরা প্রতিবাদ করছি, কাল দেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান কটূক্তির প্রতিবাদ করবে। সরকারের কাছে দাবি জানিয়ে তারা বলেন, আপনারা ক্ষমতায় আছেন, আপনারা এখনো রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করেনি। ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে। আমরা ছাড় দেবো না। তারা বিগত ১৭ বছর বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানো ষড়যন্ত্র করা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা