বগুড়া সংবাদ : সারিয়াকান্দিতে বাঙালি নদীতে সাঁতার কাটতে গিয়ে রাকিবুল হাসান রাকিব (২২) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।এ- ঘটনায় অপর চার বন্ধুকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী।
সোমবার দুপুরে উপজেলার নারচী ইউনিয়নের গনকপাড়া বাঙালি নদীতে এই ঘটনা ঘটে।খবর পেয়ে রাজশাহী ও সারিয়াকান্দি ডুবুরি দল ৩ ঘন্টা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি।
নিখােঁজ রাকিব বগুড়ার গাবতলী উপজেলার তেলিহাটা পাচানীপাড়া এলাকার সৌদি প্রবাসী টুটুল মোল্লার ছেলে। সে বগুড়া সরকারি আযিযুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
নারচী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য তরিকুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১২টার দিকে বন্ধুদের সাথে ঘুরতে এসে নদীতে গোসল করতে নামে রাকিব। বন্ধুদের সাথে নদীর এপার থেকে ওপারে সাঁতার কাটতে গেলে নদীর মাঝপথে ডুবে নিখােঁজ হয় রাকিব।
সারিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের (ভারপ্রাপ্ত) ইনচার্জ সুজন মিয়া বলেন, নিখােঁজ ওই ছাত্রের সন্ধান মিলাতে নদীতে উদ্ধার অভিযান অব্যাহত আছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
