বগুড়া সংবাদ: বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মঙ্গলবার বেলা ১১ টায় বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে উপজেলা বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পরিবারের আয়োজনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধন কর্মসূচী শেষে কাহালু উপজেলা নির্বাহি আফিসার মোছা. মেরিনা আফরোজ এর মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্ঠা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন।
উক্ত মানব বন্ধন কর্মসূচী ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ বি এম হাফিজুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি কাহালু উপজেলা শাখার সভাপতি ও কাহালু তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন প্রামানিক, উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক/কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি কাহালু উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ডা. আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলহাজ্ব মো. আব্দুল করিম, সহ-সভাপতি ও বাখরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আলম (শাহীন), সহ-সভাপতি ও কর্নিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম আলী, অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক/কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আবু হাসান প্রামানিক, নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক/কর্মচারী কল্যাণ সমিতির সাবেক আহবায়ক মো. জয়নুল আবেদীন খান ফিরোজ, উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক/কর্মচারী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আবু রেজা (রিপন), বাংলাদেশ শিক্ষক সমিতি কাহালু উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বুলবুল হোসেন, পাইকড় শাহ জামালিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদ, শিলকঁওড় মেজবাউল উলুম মাদ্রাসার সুপার আব্দুর রহিম, সাকোহালী দাখিল মাদ্রাসার সুপার নুরুল ইসলাম, জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, তিনদীঘি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলওয়ার হোসেন, পিড়াপাঠ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুর রহমান, কালীপাড়া ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, ডাঃ আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মতিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।
Check Also
নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন, নিয়োগ পেলেন যারা
বগুড়া সংবাদ : অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন …