সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ইসলামপুরের সেলিমের পরিবারকে দুই লাখ টাকা দিলো জামায়াত

বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ইসলামপুরের সেলিমের পরিবারকে দুই লাখ টাকা দিলো জামায়াত

বগুড়া সংবাদ :  ছাত্র-জনতার আন্দোলনে শহীদ বগুড়া শহরের ইসলামপুর (হরিগাড়ী) গ্রামের স্কুলশিক্ষক সেলিম হোসেনের পরিবারকে জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের পক্ষ থেকে নগদ দুই লাখ টাকা উপহার দেওয়া হলো। শুক্রবার সকালে শহীদ মোঃ সেলিম হোসেনের পরিবারের সদস্যদের হাতে আমিরে জামায়াতের উপহার তুলে দেন জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। এ উপলক্ষ্যে শহীদের বাসভবনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে স্টেডিয়াম সাংগঠনিক থানা জামায়াতের আমির মো.নিজাম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির, সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, বিশেষ অতিথি  ছিলেন বগুড়া শহর জামায়াতের সেক্রেটারী, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রসংসদের সাবেক জি,এস অধ্যাপক  আ. স. ম অধ্যাপক আব্দুল মালেক।  আরো বক্তব্য রাখেন শহর জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, শহর কর্মপরিষদ সদস্য ইন্জিনিয়ার বজলুর রহমান, স্টেডিয়াম থানা সেক্রেটারী প্রভাষক হোসাইন মো. মানিক , থানা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল হান্নান, আবু সুফিয়ান পলাশ, ১৪ নং ওয়ার্ড আমির অধ্যাপক আবু হানিফ সহ ১৪ নং  ওয়ার্ড জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ। শেষে শহীদ সেলিম ও তাঁর পরিবারের জন্য দোয়া করা হয়। জামায়াত নেতৃবৃন্দ শহীদ সেলিমের ছোট্র শিশুকে কোলে নিয়ে আদর করেন এবং পরিবারের সদস্যদের শান্তনা দিয়ে ভবিষ্যতে তাদের পাশে থাকার প্রশ্রিুতি দেন। শহীদ সেলিম হোসেনর পরিবারের সদস্যরা পাশে দাঁড়ানোর জন্য জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানান।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *