সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় একযোগে ৯ থানার ওসি বদলি

বগুড়া সংবাদ : বগুড়ায় একযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইহান ওলিউল্লাহসহ ৯ থানার ওসিকে বদলি করা হয়েছে।

সাইহান ওলিউল্লাহ ছাড়া আরও যে ৮ থানার ওসিকে বদলি করা হয়েছে তাদের মধ্যে শেরপুর থানার ওসি রেজাউল করিমকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে, সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহাকে টুরিস্ট পুলিশে, ধুনট থানার ওসি সৈকত হাসানকে পিবিআইতে, সারিয়াকান্দি থানার ওসি রবিউল ইসলামকে সিআইডিতে, আদমদিঘী থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তীকে সিআইডিতে, শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলামকে ৪ এপিবিএন বগুড়ায়, দুপচাঁচিয়া থানার ওসি সনাতন সরকারকে নৌ পুলিশে ও নন্দীগ্রাম থানার ওসি আলমগীর হোসাইনকে নৌ পুলিশে এবং বগুড়া সদর থানার ওসি মো: সাইহান ওলিউল্লাহকে ৬ এপিবিএন এ বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ১২ সেপ্টেম্বর রাতে অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিখ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত কর্মস্থলে যোগ দেয়ার কথা বলা হয়েছে।

Check Also

বগুড়ায় জুলাই আন্দোলনের শহীদ কমর উদ্দিনের বাড়িতে হামলা

বগুড়া সংবাদ :  বৈষম্যবিরোধী জুলাই ছাত্র আন্দোলনে প্রাণ দেওয়া শহীদ কমর উদ্দিন বাঙ্গির পরিবারের ওপর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *