সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় পুত্রের কোদালের আঘাতে পিতা খুন

বগুড়া সংবাদ   : বগুড়ার দুপচাঁচিয়ায় পুত্রের কোদালের আঘাতে পিতা খুন হয়েছে। নিহত পিতা কফিজ উদ্দিন(৭০) উপজেলার কইল দক্ষিণপাড়ার মৃত কছিম উদ্দিনের পুত্র। ১৪আগস্ট বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটেছে। পুলিশ এ ঘটনায় নিহত কফিজ উদ্দিনের পুত্র জুয়েল হোসেন(৩৫)কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত জুয়েল প্রাথমিকভাবে পুলিশের নিকট হত্যার কথা স্বীকার করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনারদিন রাতে জুয়েল তার স্ত্রীকে মারধর করছিল। এসময় তার পিতা কফিজ উদ্দিন উদ্দিন স্ত্রীকে মারধর করতে নিষেধ করলে জুয়েল ক্ষিপ্ত হয়ে তার পিতাকে কোদাল দিয়ে কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করে মাথা থেঁতলে দেয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জুয়েলকে আটক করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের(শজিমেক) মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জুয়েল প্রাথমিকভাবে তার বাবাকে হত্যার কথা স্বীকার করেছে।

Check Also

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গাবতলীতে লিফলেট বিতরণ উপজেলা বিএনপির সহ-সভাপতি  জুলফিকার হায়দার গামার 

বগুড়া সংবাদ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *