সর্বশেষ সংবাদ ::

হামলায় ক্ষতিগ্রস্ত বগুড়ার শেরপুর প্রেসক্লাব পরিদর্শন করেন সাবেক এমপি জিএম সিরাজ

বগুড়া সংবাদ: বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপি দলীয় সাবেক এমপি আলহাজ¦ গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, বিগত ৫আগস্ট স্বৈরাচারি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ স্বাধীন করেছে ছাত্র-জনতা। তাঁরা কোনো ভাঙচুর করেনি। তবে সুযোগ সন্ধানী একটি কু-চক্রী মহল কিছু কিছু জায়গায় লুটপাট ও ভাঙচুর চালিয়েছে। এছাড়া তেলবাজির কারণে মিডিয়ার ওপর সাধারণ মানুষের ক্ষোভ তৈরী হয়েছে। এমনকি কতিপয় গণমাধ্যমকর্মী জনগণের বিরুদ্ধে কাজ করেছেন। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কিছু সাংবাদিক ও তাদের সংগঠনগুলো হামলার মুখে পড়েন বলেও মন্তব্য করেন। তবে গণমাধ্যমের ওই চিত্র স্থানীয় নয়, সেটি বেশিরভাগ ঢাকার ক্ষেত্রে বলা যায়। মঙ্গলবার (১৩আগস্ট) দুপুরে দুর্বৃত্তদের হামলা-ভাঙচুর ও লুটপাটের বিধ্বস্ত শেরপুর প্রেসক্লাব, বগুড়া কার্যালয় পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ক্ষতিগ্রস্ত শেরপুর প্রেসক্লাবের উন্নয়নে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তাৎক্ষণিক সাংবাদিক নেতৃবৃন্দের নিকট এক লাখ টাকার অনুদান দেন এমপি গোলাম মোহাম্মদ সিরাজ।
প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, স্থানীয় উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ¦ শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সহ-সভাপতি মাহবুবুল আলম হিরু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন। এছাড়া অন্যদের মধ্যে উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ সানভি, বিএনপি নেতা জাহিদুর রহমান টুলু, মোস্তাফিজার রহমান নিলু, ফিরোজ আহমেদ, যুবদল নেতা আশরাফুদ্দৌলা মামুন, শাহাবুল করিম, মহিলাদল নেত্রী নাসরিন আক্তার পুটি প্রমূখ বক্তব্য রাখেন।

Check Also

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গাবতলীতে লিফলেট বিতরণ উপজেলা বিএনপির সহ-সভাপতি  জুলফিকার হায়দার গামার 

বগুড়া সংবাদ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *