বগুড়া সংবাদ : ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসীর অকাল মৃত্যুতে বগুড়ায় শোক সভা ও ফিলিস্তিনি মুক্তি আন্দোলনে ইসলামী ইরানের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে টিএমএসএস মহিলা মার্কেট হলরুমে ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাঈসী ইরানের ভিতরে ও আন্তর্জাতিক অঙ্গনে যেখানেই উপস্থিত হয়েছেন ফিলিস্তিনির মুক্তি এবং
মজলুম জনগণের কথা বলেছেন। তিনি ফিলিস্তিনির মুক্তির জন্য সবসময় মুসলমি উম্মাহর ঐক্য ও সম্মিলিত পদক্ষেপের ওপর গুরুত্বারোপন করতেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক অতিথির বক্তব্য রাখেন আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ইরানের বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর শাহাবুদ্দিন মাশায়েখী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ এর সাবেক ডিন প্রফেসর ড. এ টি এম রেজাউল হক, সরকারি আজিজুল হক কলেজের প্রাক্তন
বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ রমজান আলী আকন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী সুগার মিলন লিমিটেডের সাবেক জিএম কৃষিবিদ মীর সিদ্দিকুর রহমান, দেওনী আলিম মাদ্রাসার সুপার মাওঃ মোস্তফা কামাল, মদিনাতুল উলুম মাদ্রাসার
মুহতামিম মাওঃ মোজাম্মেল হক, ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মোজাফ্ধসঢ়;ফর হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সাইয়্যেদ ইব্রাহিম রায়িসীর অকাল মৃত্যুতে শোক জ্ঞাপন করেন এবং আন্তর্জাতিক রাজনীতিতে তার উল্লেখযোগ্য ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়। ছবি-ক্যাপশনঃ গতকাল শনিবার টিএমএসএস মহিলা মার্কেট হলরুমে ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনে ইসলামী ইরানের ভূমিকা শীর্ষক সেমিনানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
Check Also
শাজাহানপুরে কৃষকলীগ নেতা পিস্তলসহ গ্রেপ্তার
বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুরে রায়হান আলী (৩৩) নামে এক কৃষকলীগ নেতাকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার …