বগুড়া সংবাদ : বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাড়ে ৭’শ সদস্যর মাঝে বার্ষিক এককালীন বোনাস প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় শহরের চারমাথা সমিতির কার্যালয়ে সমিতির প্রত্যেক সদস্যকে ৬ হাজার টাকা করে ৪৫ লাখ টাকার চেক প্রদান করা হয়। উত্তরের বৃহৎ পরিবহন মালিকদের সংগঠন জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি শাহ্ধসঢ়; মো: আখতারুজ্জামান ডিউক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শ্রম দপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক ও রেজিষ্টার মোহাম্মদ আমিনুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাফ্ধসঢ়;কাত মঞ্জুর বিপ্লব, বগুড়া জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন। বক্তব্য রাখেন জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম, সমিতির কার্যকরী সভাপতি তৌফিক হাসান ময়না, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল, সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু, আন্ত:জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল মান্নান মন্ডল, বগুড়া পৌর কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, জেলা বাস মিনিবাস মালিক সমিতির নেতা মঞ্জু সরকার, ফজলুর রহমান তালুকদার, শফিকুল ইসলাম, শানবির আহমেদ শয়ন, শহিদুল ইসলাম বাবলু , যাহেদুর রহমান যাদু, প্রমুখ। সভায় অতিথিগণ বলেন, দেশের সার্বিক উন্নয়নে পরিবহন মালিক শ্রমিকদের গুরুত্বপূর্ন অবদান রয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে পরিবহন খাতে কর্মরতদের অগ্রনী ভুমিকা রাখতে হবে। দেশ ও জনগণের কল্যাণে পরিবহন মালিক শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
Check Also
রাণীনগরে সাংবাদিক এবং সাংবাদিকের পিতার মৃত্যু
বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের সহ-সভাপতি মিল্টন খন্দকার (৪৩) ইন্তেকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না …