সর্বশেষ সংবাদ ::

সভাপতি মিলটন, সম্পাদক বাচ্ছু বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

সভাপতি মিলটন, সম্পাদক বাচ্ছু বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

বগুড়া সংবাদ : বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির দ্বি বার্ষিক নির্বাচনে সভাপতি আজিজার রহমান মিল্টন, সাধারণ সম্পাদক বাচ্চু শেখ নির্বাচিত হয়েছেন। শনিবার বিসিক শিল্প মালিক সমিতি’র  নির্বাচন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫ টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। সহ সভাপতি সহ অন্যান্য পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।অন্য পদে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি, বিসিকের সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব আইনুল হক সোহেলের কন্যা গুঞ্জন মেটালের স্বত্তাধিকারী  মোছাঃ অনিন্দিতা হক গুঞ্জন ( টিউবওয়েল ৫১ ), কামাল ইনানু টিংকু( হরিন ৩৭), আব্দুল জলিল ( দেওয়াল ঘড়ি ৩৪)।সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিতরা হলেন, আলীনুর ইসলাম রাজিব ( বালতী ৪৪) মোস্তফা মাহমুদ শাওন ( আনারস ৪৩),  মোস্তফা আলীমুর রাজিব ( মোবাইল ৩২) দপ্তর পদে রাশেদুন নবী রাজু ( মগ ৩০)।বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ,কোষাধ্যক্ষ এস এম  নুরুল আলম,সাংগঠনিক সম্পাদক তাজমিলুর রহমান, প্রচার সম্পাদক মোঃ আব্দুল আলীম আলী, ধর্ম ও ক্রীড়া সম্পাদক আইয়ুবুর রহমাস, শিল্প বিষয়ক সম্পাদক, মোঃ হাসান আলী আলাল,সংস্কৃতি সম্পাদক মোঃ এমদাদ হোসেন।ভোটে নির্বাচিতরা কার্য নির্বাহী সদস্য পদে মোছাঃ শামিমা আকতার নাইস ( ছাতা ৪৬ ) ,  মোঃ মোস্তফা জাকারিয়া ( আপেল ৪৪), হোসেন আলী দুলাল ( পাউরুটি ৪৩), আমিনুর ইসলাম ( ফুটবল ৪২),সুমন কুমার কুন্ডু ( গোলাপ ফুল ৪১ ),   মোসলেমিয়া মুনতাসির ( জাহাজ ৩৯), উজ্জ্বল হোসেন ( ইলেক্টিক মোটর ৩৬),মোস্তাক আহমেদ ( মই ৩২)।এ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাড শেখ মোঃ রেজাউর রহমান জানান, নির্বাচনের ভোট সুষ্ঠ ও শান্তিপুর্ণ পরিবেশে গ্রহন করা হয়েছে।

Check Also

রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরি

বগুড়া সংবাদ:নওগাঁর রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *