বগুড়া সংবাদ : আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বগুড়ার আদমদীঘিতে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা চত্বরে কৃষি প্রযুক্তি মেলার মূল ফটকের গেটে ফিতা কেটে প্রধান অতিথির হিসেবে উদ্ধোধন করেন ৩৮, বগুড়া-৩ এর সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন। উদ্ধোধন শেষে প্রধান অতিথি মেলায় অংশ গ্রহনকারী বিভিন্ন প্রকারের বৃক্ষের (স্টল) ঘুরে দেখেন। এরপর মেলা প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এর সভাপতিত্বে এক আলোচনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, অতিরিক্ত কৃষি অফিসার দীপ্তি রাণী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, থানার ইন্সপেক্টর (তদন্ত) মঈন উদ্দীন প্রমুখ।
Check Also
রাণীনগরে সাংবাদিক এবং সাংবাদিকের পিতার মৃত্যু
বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের সহ-সভাপতি মিল্টন খন্দকার (৪৩) ইন্তেকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না …